sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এবং আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩’শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান, ব্যবসায়ী এনামুল হক সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল হক রেদ শাহ, জামাতের আমির আব্দুল মজিদ প্রমুখ।

কম্বল বিতরণের আগে আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বক্তারা বলেন আবুল কাশেম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তিনি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে “আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশন”। এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হবে জানান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button