sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে নির্যাতনের প্রতিবাদে ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করছে উদ্যোক্তা সূচী নামে একটি সংগঠন। শনিবার ২৪ জুন ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় উদ্যোক্তা সূচীর সভাপতি রোজিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা আইনজীবী আসিকুর রহমান রেজভী, বাংলাদেশী শিক্ষার্থী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি টিংকু রায়, সাধারণ সম্পাদক রিংকু রায়, সদস্য জান্নাতুল ফেরদৌস সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও আসামীদের আটক করা হচ্ছে না। তাই অবিলম্ভে ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। উল্লেখ্য, গত ২০ জুন রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে নারী উদ্যোক্তা আক্তারের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর তারা রোজিনার উপর পাশবিক নির্যাতন চালায়। পরে রোজিনার স্বামী বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button