sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল মাদকের ট্যাবলেট সহ মোঃ আলাল হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক সালন্দর ইউপি’র অন্তর্গত শিংপাড়া গ্রামস্থ বায়তুস সালাম জামে মসজিদ এর পাশে পাকা রাস্তার উপর থেকে ৬৫ (পয়ষট্টি) পিচ ট্যাপেন্টাডোল নামক ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ আলাল হোসেন (৩৩)কে গ্রেফতার করে তার পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম- বাগদাহ দিলাল পাড়া, থানা দেবিগঞ্জ জেলা পঞ্চগড়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাবলেটগুলো সে তার নিজ হেফাজতে রেখেছিল। এ মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান,ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

Related Articles

Leave a Reply

Back to top button