slider

ঠাকুরগাঁওয়ে জননিরাপত্তা শীর্ষক গোল টেবিল বৈঠক

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিভিন রাজনৈতিক দলের প্রতিনিধি,ছাত্র,শিক্ষক এবং সাংবাদিকদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে জননিরাপত্তা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ঠাকুরগাঁওয়ের উদ্যোগে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহায়তায় শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব এর আধুনিক মিলনায়তনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ঠাকুরগাঁওয়ের সাধারন সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন এর সভাপতিত্বে বৈঠকে প্যানেল গেষ্ট হিসেবে আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ফেলো পয়গাম আলী, ঠাকুরগাঁও সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদ হাসান, হরিপুর উপজেলা আওয়াশীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাসান মামুন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন উর রশিদ। মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ঠাকুরগাঁওয়ের দপ্তর সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় অনুণ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: আলী ইজাদ।

তিনি তার স্বাগত বক্তব্যে জানান,মানুষের অন্যতম মৌলিক অধিকার নিরাপত্তা ও মানসম্মান নিয়ে বসবাস করা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কিংবা অরাজকতা বৃদ্ধি পেলে মানুষের সে অধিকার ক্ষুন্ন হয়। মানুষ অসহায় হয়ে পড়ার সাথে সাথে জীবন ও সম্পদ ঝুকির মধ্যে থাকে। তাই সবার অগে জননিরাপত্তা নিশ্চিত করা জরুরী। যদিও আইন শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের। একা পুলিশ বাহিনির ক্ষেত্রে সব সামাল দেয়া সম্ভব না। তাই সচেতন জনতাকেও এগিয়ে আসতে হবে।

এসময় আলোচকরা জন নিরাপত্তা বিষয়ে তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা, সমস্যার কথা তুলে ধরেন এবং জননিরাপত্তা নিশ্চিত করনের জন্য বিভিন্ন সুপারিশ মালা প্রদান করে সকলে যার যার অবস্থান থেকে কাজ করে যাবার ইচ্ছা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button