sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক সভা এবং প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। ১৫ মে সোমবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন অপারেশনাল প্রোগ্রামের আওতায় ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: এফতেখারুল ইসলাম, ডা: শিরিন আকতার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান, ডিবিসি নিউজের রংপুর বিভাগীয় কো অর্ডিনেটর মাজেদ মাসুদ প্রমুখ। সভা শেষে দেশব্যাপি প্রচারণার অংশ হিসেবে সিভিল সার্জন অফিস চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের জনবহুল ও গুরুত্বপুর্ন স্থানে সুসজ্জিত ট্রাকে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়। প্রচারকালে স্বাস্থ্যবার্তা সম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে ঢাকার সংগঠন প্রেস মিডিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button