sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ক্ষুদে ক্রিকটারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদককে না বলতে এবং ক্রিকেটার ও খেলোয়াড়দের ঝোরে পড়া রোধে ঠাকুরগাঁওয়ে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ক্রিকেট বল,ব্যাট প্যাড সহ বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিরাপদ খাদ্য ও খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান শাইন মার্ট এর সৌজন্যে বুধবার সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে জেলা ক্রিকেট একাডেমির কর্মকর্তা ও ক্ষুদে খেলোয়াড়দের হাতে এসব ক্রিড়া সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাত, জেলা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, আম্পায়ার এন্ড স্কোরাস এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান রিজভীসহ একাডেমীর খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শাইন মার্টের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম শাহিন বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেট ও খেলার সাথে সম্পর্কটা আমার খুব ভালো ছিলো। অভাবের তাড়নায় ঢাকায় গিয়ে চা বিক্রেতা থেকে শুরু করে হকার এবং বাসের হেলপারের কাজও করতে হয়েছে। ক্রিকেটকে ভালোবেসে অনুশীলন করার পরও অভাবের কারনে খেলা বন্ধ করতে হয়। খেলা বা ক্রিকেটকে আমি কিছু দিতে পারিনি। তাই আমি ক্ষুদে খেলোয়াড়দের জন্যে এসব ক্রিড়া সামগ্রী বিতরণ করছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখবো।

Related Articles

Leave a Reply

Back to top button