sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ পুলিশ, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফারণে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে জেলার পীরগঞ্জে পৌর শহরের কালিরহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপি-জামায়াত কর্মীদের ককটল বিস্ফারণ ও ইট পাটকল নিক্ষপের এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরাধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তারা পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button