sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : “প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে” শ্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতা।

আজ শুক্রবার সকালে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ। প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হয়। অনুর্দ্ধ-১২ বিভাগে প্রথম হয় জাসিয়া ফারুক দিহা, দ্বিতীয় অদ্রি দাস ও তৃতীয় উম্মি আইমান অথৈ। অনুর্দ্ধ-১৮ বিভাগে প্রথম রাকিব শাহ, দ্বিতীয় চিত্রা রায় ও তৃতীয় মারিয়া ক্যাথরিন। উন্মুক্ত বিভাগে অরুন চন্দ্র বর্মন প্রথম স্থান অধিকার করেন। দলীয় গণসংগীত প্রতিযোগিতায় উদীচী মৃত্তিকা রায় সংগীত নিকেতন প্রথম ও হিন্দোল সংগীত বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে। সকল বিজয়ীগণ আগামী ২৪ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করার কথা জানান নেতৃবৃন্দ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক সৈয়দ নুর হোসেন বাবলু, জ্যোষ্ঠ সংগীত শিল্পী মাশরেকুল আরেফিন ও সংগীত শিল্পী নিশাত শারমিন টুম্পা। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, হিন্দোল সংগীত বিদ্যালয়ের পরিচালক সহিদুল ইসলামসহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button