sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে সদস্যগণের মাঝে অনুদানের চেক বিতরণ অনু্িষ্ঠত হয়। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন, কাষাধ্যক্ষ মো: জাফরুল্লাহ, উপদেষ্টা খন্দকার মো: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী মন্ডল প্রমুখ। এ সময় ২০২২ সনের শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা/কন্যা বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ সাহায্য সংক্রান্ত বিষয়ে সদস্যগণের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

Related Articles

Back to top button