sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি: নবাগত ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবাগত ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম, ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, ঠাকুরগাঁও সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.লুৎফর রহমান সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শৈথিল্যতা নিরসনে পুলিশকে দ্রুত কর্মক্ষম করা, পুলিশের ঘুষ গ্রহণ শূন্যতে নামিয়ে আনা সহ বিভিন্ন অনিয়ম ও হয়রানি বন্ধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন নবাগত ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button