sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে সুগারমিল প্রায় ৩০০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ ফেলে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৬৭তম আখ মাড়াই কার্যক্রমের উদ্ভোধন করেন বিএসএফআইসি এর পরিচালক আবুল কালাম আজাদ। মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মাড়াই মৌসুমে ৬৫ থেকে ৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এবার ৮৫ হাজার মেট্রিক, টন, আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গেল মৌসুমের চেয়ে ৮ হাজার মেট্রিক,টন, বেশি। এ থেকে ৬ হাজার ২১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

স্থানীয়রা জানান, মিলটি বার বার লোকসানে পরছে কি কারণে তা খুতিয়ে দেখা দরকার। সরকারি খাতে মিলটি থাকায় এ লোকসান কাটিয়ে উঠতে পারছে না। মিলটি বে-সরকারি খাতে দিলে অবশ্যই লাভবান প্রতিষ্ঠানে পরিণত হবে। লোকসানের বিষয়ে মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ২৭৮ কোটি টাকা মিলটি লোকসানে রয়েছে। তবে এ লোকসানের ৬০-৭০ শতাংশই ঋণের সুদ। সে কারণে দিন দিন লোকসানের পরিমাণ বাড়ছে। যদি মিল টিকে আধুনিকায়ন করা হয়,পাশাপাশি সরকার ভর্তুকি প্রদান করেন, তাহলে লোকসান কাটিয়ে উঠবে মিলটি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button