sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের পাবলিক ক্লাব মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার পরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়।

ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

এসময় আরো বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তুহিন,
ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু, বালিয়ডাঙ্গী উপজেলা যুবদলের আহবায়ক মহম্মদ আলী, রাণিশংকৈল উপজেলা যুবদলের আহবায়ক মোমিন, হরিপুর যুবদলের আহবায়ক উজ্জল, পীরগঞ্জ যুবদলের আহবায়ক মাসুদ রানা প্রমুখ।

আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, “আমাদের এ ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা। সুশৃঙ্খলভাবে রাজনীতি করে আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামীর নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে। এজন্য আমাদের সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে।”
এতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button