sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি: “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এ শ্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ জানুয়ারী শনিবার সকালে বেলুন উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সাইকেল র‍্যালিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সাইকেল স্লো র‍্যালিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। র‍্যালি শেষে বক্তারা সমাজের প্রতিবন্ধীকতা যেমন মাদক, বাল্য বিয়ে, ছিনতাই, চুরি সহ নানা অসামাজিক কর্মকান্ডের ভয়াবহ ও ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে তারুণ্যের উৎসবের সাইক্লিন প্রতিযোগিতার এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button