sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও আগামী শনিবার (১৫ মার্চ) ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাশার মোহাম্মদ শাহেদুজ্জামান,

এসময় বক্তব্য রাখেন ডাক্তার ইফতে খাইরুল ইসলাম এম ও সি এস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মোহাম্মদ শাহেদুজ্জামান

জানান, এ বছর ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৩৬৪ টি কেন্দ্রে মোট ২ লক্ষ ৩৬হাজার ১০০ জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৬০০জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস এমন ২ লক্ষ ৯ হাজার ৫০০ জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল। এজন্য সুপারভাইজারসহ ৩ হাজার ২৮৩ জন কর্মী কাজ করবেন।

তিনি আরও বলেন, শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়ানোসহ শিশুকে প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এছাড়া কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সে লক্ষ্যে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button