sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়। শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা ও বিএনপি নেতা সত্যজিৎ কুমার কুন্ডু (৫৪) বাদী হয়ে ২৯৪ জনের নাম উল্লেখ করে ৪-৫শ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরনে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে মামলায় উল্লেখিত আসামীরা একজোট হয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে বিএনপি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ককটেল বিস্ফারণ ও মারপিটের ফলে বিএনপির বেশ কিছু নেতা-কর্মী আহত হয়।
মামলায় ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্য, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য দ্রোপদী দেবী আগারওয়ালা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল সহ ২৯৪ জনের নাম উল্লেখ করে ৪-৫ শ জনকে আজ্ঞাতনামা আসামী করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button