slider
ঠাকুরগাঁওয়ে বৈশাখ উপলক্ষে চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন , রচনা, লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সরকারি বালক উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক কাদিমুল ইসলাম জাদু, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবেশ রায়সহ অন্যান্যরা।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আগামীকাল সোমবার সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।