sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আর,কে ষ্টেট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফখরুল ইসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা সহকারী তথ্য অফিসার এইচ.এম. শাহাজাহান মিয়া, হাজী কমরুল হুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার জাহান লাভলী প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা ও শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button