sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর রোববার রাতে গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হেকস্ ইপার ও ইএসডিও’র যৌথ আয়োজেন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। সংবাদ সম্মেলনে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এর মধ্যে ১২ ডিসেম্বর সোমবার সকালে উদ্বোধনী অধিবেশন, দুপুরে জন বক্তৃতা, কর্ম অধিবেশন ও তৃনমুলের সংলাপ অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে আদিবাসী ও সাংস্কৃতিক পরিবেশনার পরে সম্মাননা প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button