slider

ঠাকুরগঁওয়ে ভুমি অফিসার্স কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শপথ গ্রহন অনুষ্ঠানে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক কমিটির সভাপতি মো: জাহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সংগঠনের রংপুর বিভাগের সভাপতি মো: মেজবাহুল ইসলাম, বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর বিভাগীয় মহাসচিব মো: জিয়াউর রহমান, ঠাকুরগাঁও জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি মো: রাসেদুজ্জামান মলয়, সাধারণ সম্পাদক মো: হাসিবুল ইসলাম প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ ব্যক্য পাঠ করান সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: এখলাসুর রহমান। এর আগে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের অবসরপ্রাপ্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button