sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্প মারাত্মক মানসিক রোগী : মনোবিজ্ঞানী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারি ক্লিনটন বলেছিলেন, অবশ্যই তিনি (ট্রাম্প) আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু তিনি মানসিকভাবে মারাত্মক ভারসাম্যহীন।’ হিলারি ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। তিনি এমনটা বলতেই পারেন। কিন্তু এবার মনোবিজ্ঞানীরাও একই কথা বলছেন।
মনোবিজ্ঞানী জন ড. গার্নার বলেছেন, ট্রাম্প মারাত্মকভাবে মানসিক রোগী এবং প্রেসিডেন্ট হিসেবে মানসিকভাবে অনুপযুক্ত।’ এই মনোবিজ্ঞানী বিশ্বাস করেন, ট্রাম্পের মধ্যে ‘মারাত্মক আত্মরতির’ লক্ষণ আছে। ডিকশনারিতে এর অর্থ করা হয়েছে আত্মমুগ্ধতা, সমাজবিরোধী ব্যক্তিত্বসম্পন্ন, অন্যক পীড়ন করে যৌনসুখলাভের মানসিক বিকার।
দি আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন আত্মরতির নয়টি লক্ষণের উল্লেখ করেছে। এই লক্ষণগুলোর পাঁচটি কারো মধ্যে থাকলে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করা যেতে পারে। যার শেষ পাঁচটি লক্ষণ পাওয়া গেছে ট্রাম্পের মধ্যে।
চলতি মাসের ২০ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রধান হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button