
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট সংলগ্ন পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট চতারা রোডের লালদিঘী মেলা সখিপুর নামক স্থানে মতিয়ারের গুদামের সামনে ট্রাক মিশুক মুখোমুখি সংঘর্ষে মিশুক গাড়ি চালক সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, উপজেলার কাবিলপুর ইউনিয়নের বড় গোপীনাথপুর গ্রামের আলহাজ আফসার আলীর ছেলে, হবিবর রহমান,(৫৫) আব্দুল জলিলের ছেলে, শহিদুল ইসলাম (৩৫) শফিকুলের ছেলে সুজন মিয়া,(৩২) রফিকুলের ছেলে মিশুক চালক, ফিরোজ মিয়া (২৫) বাড়ি হতে আজ দুপুরের দিয়ে কে কাঁচামাল নিয়ে ধাপেরহাট বাজারে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।