আইসিসির টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুশফিক বেশ কিছুদিন ধরেই র্যাংকিংয়ে দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান।
আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র্যাংকিংয়ে ৬৫৫ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছে মুশফিক। গেল ফেব্রুয়ারিতে মুশফিকের ডাবল-সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে টানা পাঁচ ম্যাচ হারের বন্ধ্যত্ব ঘোচায় বাংলাদেশ। মূলত মুশফিকের এ ইনিংসই তার দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে মুখ্য ভূমিকা রাখে।
মুশফিকের পরই আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৫৯৮ রেটিং নিয়ে ২৭তম স্থানে রয়েছেন তিনি। র্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয়স্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক। ৫৫৬ রেটিং নিয়ে ৩৯তম স্থানে তিনি।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দু’টি স্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের দলপতি বিরাট কোহলি। ৯১১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ। আর ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে কোহলি।