sliderস্থানীয়

টেলিকনফারেন্সে এমপি শাওন.. আগামী নির্বাচনে নারীরা নৌকার জন্য কাজ করবে

লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীরা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করারপর গ্রাম-গঞ্জে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশে এখন নারীদেরও পুরুষের মতো সমান অধিকার রয়েছে। শনিবার ১৮ মার্চ বিকেলে লালমোহন পৌরসভা মহিলা লীগ কর্তৃক আয়োজিত আগামী নির্বাচন কে সামনে রেখে জাতির পিতার সুযোগ্য তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণের লক্ষে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা জনগনের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে লালমোহন পৌরসভা ১১নং ওয়ার্ডে উঠান বৈঠকে টেলিকনফারেন্সে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন একথা বলেন।

পৌরসভা মহিলা লীগের সভাপতি সালমা জাহান বুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, পৌরসভা মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক আহ্ববায়ক পারভীন আক্তার, বানী মজুমদার, কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার, সম্পাদক নুর জাহান বেগম, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নিরব, মহিলা লীগের সভাপতি তাছলিমা বেগম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button