sliderখেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্টই ভালো। তারপরও নতুন বছরের শুরুতেই হতাশার খবর পেল বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে লাল-সবুজের দলকে।
আগামী ২০২০ সালে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ বিশ্বকাপের মতো এই আসরেও বাছাই পর্বে খেলে যেতে হবে। অবশ্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরিই খেলবে বাংলাদেশ।
শুধু বাংলাদেশই নয়, সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও বাছাইপর্ব খেলতে হবে। তবে আফগানিস্তান সরাসরি খেলবে।
এরই মধ্যে আইসিসি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে যাওয়া আট দলের নামও ঘোষণা করেছে। দলগুলো হলো- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট উইন্ডিজ ও আফগানিস্তান।
মূলত গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশম স্থানে রয়েছে, আর শ্রীলঙ্কা নবম স্থানে।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। হবে অস্ট্রেলিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button