sliderখেলা

টানা দ্বিতীয় জয় ভিক্টোরিয়ার

ব্যাটসম্যানদের দৃঢ়তায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। তৃতীয় রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া ৫ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে। নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে টাই করেছিলো ভিক্টোরিয়া। তবে পরের ম্যাচেই মোহামেডান স্পোটিং ক্লাবকে ২ উইকেটে হারায় তারা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস ভাগ্যে জিতে কলাবাগানকে প্রথমে ব্যাটিং-এ পাঠায় ভিক্টোরিয়া। ওপেনার ও উইকেটরক্ষক ইরফান শুক্কুরের ১১৬ বলে ৮৮ ও মেহেদি হাসান মিরাজের মারমুখী ৪৪ বলে ৫১ রানের কল্যাণে ৬ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে কলাবাগান। মিরাজের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। শুক্কুর ও মিরাজের ইনিংসে পাওয়া ভীতটা পরবর্তীতে কাজে লাগিয়েছেন মোহাম্মদ আরাফাত ও নুরুজ্জামান। আরাফাত ১৫ বলে ২৩ ও নুরুজ্জামান ২৫ বলে ৩০ রান করেন। ভিক্টোরিয়ার পক্ষে সোহরাওয়ার্দি শুভ ২০ রানে ২ উইকেট নেন।
জবাবে আব্দুল মাজিদ ও আল-আমিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পথে হাটতে থাকে ভিক্টোরিয়া। ৯২ বলে ৬৯ রান করেন মাজিদ ও ৫২ বলে ৫৪ রান করেন আল-আমিন। শেষদিকে অনবদ্য ৬৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন অধিায়ক নাদিফ চৌধুরি ও উইকেরক্ষক ধীমান ঘোষ। নাদিফ ২৮ বলে ২৯ ও ধীমান ৪১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। কলাবাগানের সফল বোলার ছিলেন আবু জায়েদ। ৫৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন আল-আমিন।
লীগে নিজেদের তিনটি ম্যাচের সবক’টিতেই হারলো কলাবাগান ক্রিকেট একাডেমি। প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ব্রাদার্স ইউনিয়নের কাছে হার মানে কলাবাগান।

Related Articles

Leave a Reply

Back to top button