sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

টানা দ্বিতীয়দিন ৫০০’র নিচে মৃত্যু আমেরিকায়

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন মানুষ মারা গেছেন। এর আগের দিন মৃত্যু ছিল ৩২৬ জনের। সবশেষ ২ মাস ২১ দিন আগে এভাবে টানা দুইদিন ৫০০’র কম মৃত্যু দেখেছে দেশটি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭২২ জন। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৮৬৬ জন।
নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
চীনে নতুন মৃত্যুর খবর অবশ্য নেই। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ২২১ জন এই রোগে আক্রান্ত হলেন। ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও নতুন রোগী বাদে বাকিরা সুস্থ।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে কভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন। মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১১৮ জনের।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ২১০, মৃত্যু ৭ হাজার ৯১ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৪৩ হাজার ২৬ জন, মৃত্যু ৯ হাজার ৯১৫ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৭৩৬ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন।
স্পেনে ২ লাখ ৯১ হাজার ১৮৯ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।
গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৩৯ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮১ লাখ ১২ হাজার ৬১৩ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪২ লাখ ১৩ হাজার ২২৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button