sliderখেলা

টানা দুই ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

এই প্রথম টানা দুই টুর্নামেন্টের ফাইনালে হারলেন ক্রিস্তিয়ানো রোনালদো। যা তার ফুটবল ক্যারিয়ারেই প্রথম।
বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে টাইব্রেকারে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র ছিল। পরে করোনার কারণে নতুন নিয়মে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-২ গোলে নাপোলি ম্যাচ জেতে নেয়।
ডিসেম্বরে সুপার কোপায় লাজিও কাছে জুভেন্তাস হেরে বসে। এবার কোপা ইতালিয়াতে হার। যেখানে বিবর্ণ সবচেয়ে বড় তারকা রোনালদোও।
করোনা পরবর্তী ফুটবলে মাঠে নেমে রোনালদো আসলে নিজেকে মেলে ধরতে ব্যর্থ। এখন পর্যন্ত কোপা ইতালিয়াতে দুটি ম্যাচ খেললেন। দুই ম্যাচেই হতাশা সঙ্গী সিআরসেভেনের।
আগের ম্যাচে ইন্তার মিলানের বিপক্ষে পোনাল্টি মিস করেছিলেন রোনালদো। ফাইনালে নাপোলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার সুযোগই পেলেন না তিনি!
পাওলো দিবালা ও দানিলো স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। তাতেই নাপোলির শিরোপা ভাগ্য নির্ধারণ হয়ে যায় বলতে গেলে। পরের দুই শট থেকে জুভেন্তাস গোল করলেও নাপোলি তাদের প্রথম চার শট থেকেই গোল আদায় করে শিরোপা জিতে নেয়।
পঞ্চম শট আর নেওয়া হয়নি জুভেন্তাসের। রোনালদোও টাইব্রেকার পর্বে থেকেছেন শুরু দর্শক হয়ে। ম্যাচ শেষে হতাশ রোনালদো তাই কান্নায় ভেঙে পড়েন।

Related Articles

Leave a Reply

Back to top button