sliderবিজ্ঞান ও প্রযুক্তি

টাচস্ক্রিন ফোন ব্যবহারে শিশুদের হাতের মারাত্মক ক্ষতি হচ্ছে

এখনকার শিশুরা একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও প্রযুক্তিতে অনেক বেশি পারদর্শী। এখনো অনেক মানুষ রয়েছেন, যিনি ভালো করে স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। কিন্তু একটা শিশুকে স্মার্টফোন হাতে ধরিয়ে দিলে, কিছু না শিখেও অবলীলায় ব্যবহার করতে পারবে। তাও একেবারে টাচস্ক্রিন স্মার্টফোন।।শুনতে আশ্চর্য লাগলেও, এটাই সত্যি। বাবা-মায়েরাও সন্তানদের ব্যস্ত রাখার জন্য নিজের স্মার্টফোন হাতে ধরিয়ে দিচ্ছেন। সময়ে অসময়ে ঘাটতে ঘাটতে তারাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে। ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে শিশুদের।
কীভাবে?
গবেষকরা জানাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে টাচস্ক্রিন স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ভিডিও গেমের ব্যবহার মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনার সন্তানের উপর। এর ফলে আপনার সন্তান পেন্সিল ধরতেও ক্রমশ অক্ষম হয়ে পড়বে।
চিকিৎসকদের মতে, টাচস্ক্রিন ফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করার সময়ে শিশুদের আঙুলের পেশি সঠিকভাবে বেড়ে উঠতে বাধা পায়। আঙুলের জোর বাড়ে না। তাই যখন তারা পেন্সিল ধরতে যায়, আঙুলে জোর পায় না। আঙুল সঠিকভাবে নড়চড়াও করে না।
এই প্রসঙ্গে ইংল্যান্ড ফাউন্ডেশন এনএইচএস ট্রাস্টের প্রধান পেডিয়াট্রিক থেরাপিস্ট স্যালি পাইন জানান, শিশুদের ঠিক করে পেন্সিল ধরার জন্য আঙুলের পেশির জোর দরকার এবং পেশি সঠিকভাবে চলাচল করা দরকার। যা ক্রমশ কমে যাচ্ছে টাচস্ক্রিন ব্যবহারের ফলে। আর ঠিক মতো পেন্সিল না ধরতে পারার ফলে হাতের লেখা খারাপ হচ্ছে। যার ফলস্বরূপ পরীক্ষায় নম্বরও কম আসছে। তাই শিশুদের পড়াশোনার জন্য তাদের হাতে টাচস্ক্রিন মোবাইল কিংবা ট্যাবলেট কম দেয়া উচিত।

Related Articles

Leave a Reply

Back to top button