টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শহরের পৌর উদ্যানে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা বিএনপি, চলে বিকেল পর্যন্ত। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতারা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরউদানে এসে সমবেত হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা যে সমস্ত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ খুন করেছে সেই হত্যার বিচার করতে হবে।