(টাঙ্গাইলের ভুঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল ৯টা ১৯ মিনিটে। ইনসেটে টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বেরিয়ে যাচ্ছেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা)
টাঙ্গাইল প্রতিনিধি : ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে নির্বাচন পরিদর্শন করছেন। সকাল ৯টায় তিনি ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি মিনিট দশেক অপেক্ষা করেন এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেন। তারপর তিনি যান পাশের ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। সেখানে কয়েক মিনিট অবস্থান করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গোপালপুরের উদ্দেশে রওয়ানা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সাথে রয়েছেন।
তবে ভরতীয় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার যখন পরিদর্শন করছিলেন তখন এই দুটি কেন্দ্রই ছিল ফাঁকা। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ৪/৫ জন্য নারী ভোটার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আর ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পাওয়া যায় মাত্র একজন ভোটার। পুলিশ ও আনসার সদস্যরা ফাঁকা কেন্দ্র পাহারা দিচ্ছেন।
টাঙ্গাইলে সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল ১০টা নাগাদ কোনো কেন্দ্রেই ভোটারদের লাইন লক্ষ্য করা যায়নি। সকল ভোট কেন্দ্রই ফাঁকা। কালিহাতী উপজেলার পালিমা পোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। শুধু দুই-একজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন।
তাতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও একই অবস্থা লক্ষ্য করা যায়। বেলা ১০টা পার হয়ে গেলেও টাঙ্গাইলের কোনো কেন্দ্রেই উল্লেখ করার মতো ভোটারদের কোনো উপস্থিতির খবর পাওয়া যায়নি।