
সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে আরো ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৮৩৫ জন। এ দিন আরো ৫২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন একহাজার ১২০ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ১৯ জন, ভুঞাপুরে ১০ জন, কালিহাতীতে পাঁচজন, মধুপুরে চারজন, মির্জাপুর ও নাগরপুরে দুইজন করে রয়েছেন।
বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ৬৯৫ জন, মির্জাপুরে ৩৭৬ জন, ভূঞাপুরে ৯৬ জন, ঘাটাইলে ৭৯ জন, নাগরপুরে ৫৮ জন, মধুপুরে ১১৮ জন, সখিপুরে ৮৯ জন, গোপালপুরে ৬৭ জন, দেলদুয়ারে ৬৭ জন, ধনবাড়িতে ৫০ জন, কালিহাতীতে ৯৩ জন এবং বাসাইলে ৪৭ জন।