sliderশিরোনামস্থানীয়

টর্নেডোর আঘাতে চুয়াডাঙ্গায় ব্যাপক ক্ষতি

সংবাদদাতা, চুয়াডাঙ্গা : বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা জেলার উপর টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
মাত্র ৩০ মিনিটের টর্নেডোর আঘাতে জেলার বিভিন্ন স্থানে শত শত গাছপালা ভেঙে গেছে। বাড়িঘর ভেঙে গৃহহীন হয়ে পড়েছে কয়েক শ‘ মানুষ। অনেকে মাথা গোঁজার শেষ সম্বলটুকুও হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। কমপক্ষে ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গায় আঘাত হানে টর্নেডো। প্রথমে ভারী বৃষ্টি ও পরে প্রচণ্ড বেগে টনের্ডো আঘাত হানে। এতে জেলা সদরসহ দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিস্তৃর্ণ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
টর্নেডোর কারণে জেলার বিভিন্ন সড়কের পাশে শত বছরের অসংখ্যা গাছপালাসহ শতশত গাছাপালা উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে কয়েকশ কাঁচা ও আধা পাকা বাড়িঘর ও টিনের ছাউনি। জেলার অনেক স্থানে বড় বড় গাছ ভেঙে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টর্নেডোর পর থেকে জেলার চারটি উপজেলাতে বিদ্যুত ব্যবস্থা ভেঙে পড়েছে।
টর্নেডোর আঘাতে জেলার চারটি উপজেলার বিস্তৃর্ণ জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button