sliderস্থানীয়

টঙ্গীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপিত

টঙ্গী প্রতিনিধি: সারা দেশের ন্যায় গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর জীবনী ও কর্মের উপর হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। এতে মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মোঃ আশরাফ আলী, কলেজ সমন্বয়কারী মোঃ শাহিন, শিক্ষক কাজী আবুল কালাম আজাদ, মাওলানা খায়রুল ইসলাম সহ প্রমুখ। আলোচনা শেষে হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ। এরপর মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর উপর দুরুদ সহ সারা জাহানের সকলের সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণময় কামনায় দোয়াপাঠ শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Back to top button