টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল এবং টঙ্গী প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নবগঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পরিচিত সভা আজ সকাল ১১ টায় টঙ্গী প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের নবগঠিত প্রধান নির্বাচন কমিশনার টংগী সরকারি কলেজের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ। কমিশনার টঙ্গী দারুল ইসলাম ট্রাষ্ট আবাসনের নির্বাহী সদস্য মোঃ নেয়ামত উল্লাহ শাকের, কমিশনার টঙ্গী প্রেসক্লাবের সদস্য এস,এস কামাল হোসেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ মোজাম্মেল হক, মোঃ ইসমাইল, সাব্বির হোসেন, মহসিন, টঙ্গী প্রেসক্লাবের সদস্য মোঃ মামুন, গাজী খলিলুর রহমান, রেজাউল করিম রাজীব, নজরুল ইসলাম, আলামিন হোসেন, গাজী মামুনসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিচিত সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র জনতার স্মরণে দোয়া পাঠ করা হয়।