sliderস্থানীয়

টঙ্গীতে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মিরাশপাড়া যুব সংঘ

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী যুব কল্যাণ পরিষদের আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার রাত ৮ টায় সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডস্থ সোসাইটির মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ান হয়েছে মিরাশপাড়া ঐক্য শক্তি যুব সংঘ। রানার্সআপ গিয়াসউদ্দিন স্মৃতি সংসদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক সৈয়দ রয়েল হায়দার। এতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম কিরন প্রমুখ। এক ঘন্টার টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় উভয় দলের মধ্যে ৭ জন করে প্লেয়ার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য থাকায় ট্রাইবেকারে খেলাটি সমাপ্তি ঘটে। এতে পেনাল্টিতে চ্যাম্পিয়ান হওয়া মিরাশপাড়া ঐক্য শক্তি যুব সংঘ কে একটি মোটরসাইকেল ও রানার্সআপ গিয়াসউদ্দিন স্মৃতি সংসদ কে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিসহ কমিটির সদস্যবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কামরুজ্জামান। ভাষ্যকারে আব্দুল হাদি। এ সময় খেলাটি উপভোগ করেন হাজার হাজার ফুটবল প্রেমীরা।

Related Articles

Leave a Reply

Back to top button