টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে টঙ্গী বাজার সোনাভান বিপনী বিতানের দোকান মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার বিকাল ৬ টায় বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ হানিফ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, সাংবাদিক মহিউদ্দিন সরকার, ব্যবসায়ী ইমরান চৌধুরী, হাজী ইসমাঈল হোসেন, মজিবুর রহমান, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, টঙ্গী বাজার সোনাভান বিপনী বিতান মার্কেট টি সংস্কারের মাধ্যমে ব্যবসার উপযোগী করে গড়ে তোলার জন্য গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জায়েদা খাতুনের সুদৃষ্টি কামনা করেন সোনাভান বিপনী বিতানের ব্যবসায়ীরা।