sliderস্থানীয়

টঙ্গীতে দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বকুল

আলমগীর সিকদার: গাজীপুরের টঙ্গীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাব-রেজেষ্ট্রী অফিস এর দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন বকুল নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সমিতির ভোটারগণেরা তাদের নিজ নিজ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রদান করেন। সমিতির এ নির্বাচনে ১৫ টা পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির আহবায়ক মফিজ উদ্দিন ও সদস্য সচিব জয়নাল আবেদীন।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হাজী মো: জাহাঙ্গীর আলম, মো: হোসেন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন ও এনামুল সরকার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো: ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, নির্বাহী সদস্য ফারুক হোসেন, আল আমীন মিয়া, কে.এম নজিবুল্লাহ (জনি) নির্বাচিত হন। ফলাফলের ঘোষণা পর বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমিতির অন্যান্য সদস্য, সমর্থনকারী, ভক্তবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমিতির সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমরা নির্বাচিত সদস্যরাসহ সমিতির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে টঙ্গী সাব-রেজেষ্ট্রী অফিস এর দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির যাবতীয় উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতা আব্দুর রহিম (কালা), টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা বিএম শামীম সহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button