sliderস্থানীয়

টঙ্গীতে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক লার্নিং ক্যাম্প ও মিলন মেলা

আলমগীর সিকদার,টঙ্গী : কিশোর কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে এবং শিশু ও যুব ফোরামের সার্বিক পরিচালনায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী টঙ্গীর বড় দেওড়াস্থ হায়দার পাবলিক স্কুল মাঠে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক লার্নিং ক্যাম্প ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ক্যাম্পে ৩০ জন প্রশিক্ষিত কিশোর-কিশোরী প্রশিক্ষক দ্বারা ২৫০ জন কিশোর কিশোরী প্রশিক্ষণার্থীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। উক্ত ক্যাম্পে ১০টি তাঁবুর মাধ্যমে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য, বয়ঃসন্ধিকাল, মেয়েদের মাসিক ব্যবস্থাপনা, যৌন সম্পর্ক, ভালো স্পর্শ খারাপ স্পর্শ, সন্তানের ব্যক্তিগত নিরাপত্তা এবং ধর্ষণ অপসংস্কৃতিসহ নানাবিধ বিষয়ে তুলে ধরা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোলায়মান হায়দার, সেনেটারী ইন্সপেক্টর এরশাদ হোসেন, সিনিয়র ম্যানেজার ঢাকা আরবান প্রোগ্রাম ওয়াল ভিশনের ডমিনিক সেন্টু গোমেজ, এডভোকেসি ও ক্যাম্পেইন কো-অডিনেটর মীর রেজাউল করিম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, রাজীব হায়দার সাদিম, হায়দার পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ তৌহিদ উদ্দিন, ওয়াল ভিশনের কর্মকর্তা বনি হালদার, কামনাশীষ, জসীম উদ্দীনসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি সত্যিই অভিভূত এমন অনন্য উদ্যোগের স্বাক্ষী হতে পেরে। বর্তমান সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান থাকা একান্ত আবশ্যক। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে এ ধরণের ক্যাম্পে সকলের সরব অংশগ্রহণ করা একান্তই কাম্য।

Related Articles

Leave a Reply

Back to top button