টঙ্গিতে পলিথিন কারখানা সিলগালা

সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের মহানগরের টঙ্গী বাজার এলাকায় পলিথিনের কারখানায় ও গোডাউনে অভিযান চালিয়েছে র্যাব ও পরিবেশ অধিদপ্তর।
এ সময় পাঁচটি গোডাউন ও একটি পলিথিন শপিং ব্যাগ বোঝাই ট্রাক থেকে এক কোটি টাকার মূল্যের প্রায় ৩০ টন পলিথিন ব্যাগ জব্দ করে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা ও ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, টঙ্গী বাজার এলাকায় একটি প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ তৈরি করে বাজারজাত করছে এমন সংবাদে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিষ্ঠানের পাঁচটি গোডাউন ও একটি পলিথিন শপিং ব্যাগ বোঝাই ট্রাক থেকে প্রায় ৩০ টন পলিথিন ব্যাগ জব্দ করে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ০১ কোটি টাকা।
১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধনী ২০১৯) এর ১৫(১) মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেন(৪৫)কে ২ লক্ষ টাকা, মো. খবির উদ্দিন(৪৮)কে ৫০ হাজার টাকা, মো. জুয়েল রানা(৩৫)কে ০৫ লক্ষ টাকা, মো. সেলিম মিয়া(৪০)কে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ছখিনা খাতুনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে সর্বমোট ১২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক তা আদায় করা হয়।
গ্রেফতারকৃত প্রতিষ্ঠানের মালিকদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত গাজীপুর জেলার টঙ্গী বাজারে পলিথিন ফ্যাক্টরি দিয়ে সুকৌশলে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ তৈরি করে পরিবেশকে দূষিত করে কোটি কোটি টাকা আয় করে আসছিল।