sliderজাতীয়শিরোনাম

ঝুঁকি নিয়েও ৫০০ শ্রমিক কারখানায় এলেন বিনা মূল্যের পিপিই তৈরি করতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছে ৫ জন, আক্রান্তের সংখ্যা ৫১ জন। ইতিমধ্যেই সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পর্যাপ্ত পিপিই-এর অভাবে চিকিৎসকেরা রোগীদের ঠিকমতো সেবা দিতে পারছেন না। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩ লক্ষাধিক ‘পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। যা করেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
এবার একটি ‘আজমত’ গ্রুপ নামের একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান পিপিই নিয়ে এগিয়ে এলো ডাক্তারদের পাশে। প্রতিষ্ঠানটি ৩০ হাজার পিপিই প্রদানের কথা ঘোষণা করেছে। আজমত গ্রুপের ফ্যাক্টরি কাঠগড়া বাজার আশুলিয়া অবস্থিত।
কোম্পানির মালিকপক্ষ চেষ্টা করছেন করোনা মোকাবিলায় বিনা মূল্যে পিপিই বিতরণের। ফ্যাক্টরি তো বন্ধ কীভাবে তৈরি হবে পিপিই। দেখা গেল করোনা ঝুঁকির মধ্যেও পিপিই তৈরির জন্য ৫০০’র মতো শ্রমিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে এসেছে। যারা মালিকদের সঙ্গে দেশের মানুষদের জীবন বাঁচাতে যুদ্ধ করার জন্য প্রস্তুত।
আজমত গ্রুপের এমডি আজমত রহমান বলেন, ‘শ্রমিকেরা আমাদের সব সময় সাহায্য করেছে। করোনা মোকাবিলায় আমার ফ্যাক্টরির শ্রমিকদের উৎসাহ দেখে আমি অভিভূত।’ দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button