sliderস্থানীয়

ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাঘ মাসের ঠান্ডায় বাতাস ও কুয়াশা মিলে শীত জেঁকে বসেছে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকাগুলোতে।

হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় এতিম দুস্থ মানুষকে উষ্ণতা দিতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল মাদ্রাসায় শীতের কম্বল বিতরণ করেন।

ঝিনাইগাতী উপজেলার ১০ টি মাদ্রাসায় এতিম শিশুসহ শীতার্ত ২০০ ছাত্রদের মাঝে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, পিআইও রাজিবুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাঘ মাসের কনকনে শীতে কম্বল পেয়ে দরিদ্র ও এতিম শীতার্ত মানুষগুলোর চোখে-মুখে খুশির ঝিলিক। দারুণ খুশি হয়েছে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button