
মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা ঝিনাইগাতী মাঘ মাসের ঠান্ডায় বাতাস ও কুয়াশা মিলে শীত জেঁকে বসেছে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকাগুলোতে।
হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় দুস্থ মানুষকে উষ্ণতা দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস ১০০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
১২ জানুয়ারি রবিবার সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের কাছে শীতের কম্বল উপহার স্বরুপ পৌছে দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া এভাবেই সবার সাহায্য সহযোগীতাই অসহায় মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন।