sliderস্থানীয়

ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবছর ঝিনাইগাতী উপজেলার ৭টি ভ্যানুতে ২০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৭শত ১৭জন, ১৪টি মাদ্রাসা থেকে ৩শত ৩৬জন এবং ভোকেশনাল স্কুল থেকে ১শত ৩৬জন পরীক্ষার্থী এসব পরিক্ষায় অংশ গ্রহন করে।

পরীক্ষার ভ্যানুগুলো ছিল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী মহিলা ডিগ্রী কলেজ, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, আহম্মদনগর উচ্চ বিদ্যালয় ও দিঘীরপাড় ফাযিল মাদ্রাসা। প্রথম দিনে মাদ্রাসাগুলোর পরীক্ষা ছিল কুরআন মাজিদ এবং স্কুলগুলোতে ছিল বাংলা ১ম পত্র।

এসব পরীক্ষাথীদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের অনুপস্থিত ছিল ১৭জন, এবং মাদ্রাসার ২২জন।
আইনশৃঙ্খলা রক্ষার্থে ঝিনাইগাতী থানা পুলিশ কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করেন।

অপরদিকে বিভিন্ন কেন্দ্রে নিয়োজিত ট্যাক অফিসারগণ করা নিরাপত্তার মধ্যে দিয়ে তারা তাদের দ্বায়িত্ব পালন করেন।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ সকল কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button