sliderস্থানীয়

ঝিনাইগাতীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়।

পরে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নানের পরচিালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক লুৎফর রহমান, যুবদল নেতা মাসুম বিল্লাহ প্রমূখ। এছাড়া অনুরূপভাবে দিবসটি পালন করা হয় জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায়। বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁর দেখানো পথ অনুসরন করে চলার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button