sliderস্থানীয়

ঝিনাইগাতীতে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃ ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ)কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের মুসল্লীরা।

২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় আমতলা ঝিনাইগাতী বাজার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে। তখন ভারতীয় পুরোহিত সহ তারা সাম্প্রদায়িক দাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, বিশ্ব মহা নবী সহ সারা বিশ্বের মুসলমানদের নিয়ে যদি কোন কটুক্তি করা হয়। বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করবেন ।

Related Articles

Leave a Reply

Back to top button