sliderস্থানীয়

ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ৮০ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাতে তাদেরকে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দুইজনকে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার হদলীগ্রাম এলাকার মো. জহুুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন(২১) এবং ফাকরাবাদ এলাকার মৃত কদম আলীর ছেলে মো. আমির হোসেন(২৫)কে।

র‍্যাব সুত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদ সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের করে সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button