sliderস্থানীয়

ঝিনাইগাতীতে বেশী দামে ধানবীজ ব্রিক্রির অপরাধে অর্থদন্ড

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর বাজারের মের্সাস কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি-৬৪৫৩ জাতের বীজ গুদামজাত করে। যাহা কোম্পানি কর্তৃক বিক্রয় মূল্য ৬শত ৪০টাকা। কিন্তু ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে দু’শত টাকা বেশী নেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এছাড়া তার কাছে আর কোন বীজ নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর গুদামঘর তল্লাশী করে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধানবীজ মজুদ পায়।
ফলে তথ্য গোপন রাখা এবং অতিরিক্ত দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভুক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে উপজেলার সাধারণ কৃষকরা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিককে ধন্যবাদ জানান।

এসময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

Related Articles

Leave a Reply

Back to top button