slider

ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: এসো হে বৈশাখ এসো এসো, নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি,জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”মুছে যাক গ্লানি”ঘুচে যাক জরা,অগ্নিস্নানে সূচি হোক ধরা ” এই প্রতিপ্রাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী পহেলা বৈশাখে সকাল ৯ টায় বর্ষবরণ উৎসব ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও বৈশাখের গান ও আলোচনা সভা হয়।

বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।

আজ দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদ্‌যাপন করবে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে- ‘এসো হে বৈশাখ, এসো এসো।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আল-আমীন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ সংগঠক লুৎফর রহমান লাজু সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,জনসাধারণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল ঝিনাইগাতী উপজেলার সর্বসাধারণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button