sliderস্থানীয়

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৩

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকা থেকে তাদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের জদু মিয়ার ছেলে লিটন মিয়া(২৫), এবং নায়েব আলীর ছেলে মোক্তার হোসেন (৩৪) ও ময়নালের ছেলে বিজয়(১৮)।
ঝিনাইগাতী থানার সুত্রে জানা গেছে,

গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই তোফাজ্জল হোসেন,এসআই ফজলুল করিম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ৩ জন জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান,
গ্রেপ্তারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এলাকাবাসী বলেন ওসি মো. মনিরুল আলম ভুইয়া ঝিনাইগাতী থানায় যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন।

এরই ফলশ্রুতিতে একের পর এক জুয়ারী ও মাদক কারবারিরা গ্রেপ্তার হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button