ঝিনাইগাতীতে নবাগত ইউএনও’র সংবর্ধনা অনুষ্ঠিত

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে নবাগত উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় সদ্য যোগদানকারি উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, ঝিনাইগাতী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম ফয়জুর রাজ্জাক, ওসি(তদন্ত) আবুল কাশেম, ইউপি চেয়ারম্যানগণের পক্ষে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক জিয়াউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পরিশেষে ঝিনাইগাতীর সার্বিক উন্নয়নের সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।